দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

এন.এ নাহিদ- দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে সিলেট -সুনামগঞ্জ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বেচ্ছাসেবকলীগ নেতা এনামুল হকের পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল তাহিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সভাপতি হাজি আব্দুল হেকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুঞ্জিত চৌধুরী টপ্পা, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বদরুল খান, সাংগঠনিক সম্পাদক সায়েক মিয়া, গোলাম জিলানি, সুহেল খান, সামছুল ইসলাম, জাবেদ নুর, ফিরোজ মিয়া। উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবকলীগ নেতা দুলাল মিয়া, জফুর মিয়া, আলী হায়দার, জিলু মিয়া, সমরাজ আলী, মাসুক মিয়া, ফজর উদ্দিন, আব্দুল কাহার সহ সুয়েব,আক্তার, ছানা, মমস্বির প্রমুখ।