সুনামগঞ্জ থেকে মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতক থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯ সদস্যরা। তার নাম মো. আকল মিয়া (৩৬)। তিনি ছাতক থানার বাউশা গ্রামের মৃত ফজর আলীর পুত্র। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল ছাতকের কেশবপুর পয়েন্ট থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজাও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজাসহ আকল মিয়াকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।