ছাতকে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪

ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ জুলাই) দুপুরে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সাদা ব্রিজের মুখে এ ঘটনাটি ঘটে। নিহত দুজন হলেন, মুজাম্মেল হোসেন ও শামসুল ইসলাম। আরেকজন নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে রফিকুল ইসলাম ফেনু পরিবহন ও সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশা এবং ব্রিজের ওপারে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।