সুনামগঞ্জের কুখ্যাত বাইসাইকেল চোর আলী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ::সুনামগঞ্জ শহ‌রের কুখ্যাত বাইসাইকেল চোর আব্দুল আলী (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০১ আগস্ট) বিকেলে শহরের ষোলঘর পয়েন্টে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আব্দুল আলীর বিরুদ্ধে সদর থানায় ৪টি চুরি, একটি মাদক মামলা আছে। সে শহরের ষোলঘর এলাকার কোয়েল আলীর পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানুষের বাসাবাড়িতে চুরি করার পাশাপাশি বাইসাইকেল চোর হিসেবে তার কুখ্যাতি রয়েছে। বিভিন্ন কায়দায় বাসাবাড়িতে রাখা বাইসাইকেল তালা ভেঙে চুরি করে নিয়ে যাওয়ার অসংখ্য অভিযোগ আছে আব্দুল আলীর বিরুদ্ধে। বুধবার দুপুরে সে শহরের ধোপাখালি এলাকার মিজানুর রহমান তুহিনের বাইসাইকেল বাসার সামনে থেকে চুরি করে নিয়ে যায়। পরে বিকেলে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ষোলঘর পয়েন্টে তাকে আটক করে। খবর পেয়ে সদর থানার এসআই কাসেম তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত আব্দুল আলী চুরি, মাদকসহ ৫টি মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।