তাহিরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহে আত্মহত্যার আশ্রয় নেওয়া এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রহিমা বেগম। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী জঙ্গলবাড়ী গ্রামের রেজ্জাক মিয়ার স্ত্রী এবং পাশ^বর্তী কলাগাওঁ গ্রামের কালা মিয়ার মেয়ে। শুক্রবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কলাগাও গ্রামের কালা মিয়ার মেয়েকে গত ১০ বছর আগে পাশ^বর্তী জঙ্গলবাড়ী গ্রামের রেজ্জাক মিয়ার কাছে বিয়ে দেয়। বিয়ের পর থেকে তাদের সংসার ভাল চলছিল এবং তাদের ঔরশে ২ ছেলে ৩ মেয়ে জন্ম গ্রহন করে। বৃহস্পতিবার রাতে সংসারের অভাব-অনটন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রাতের খাবার শেষে স্বামী সন্তান নিয়ে ঘুমিয়ে পরেন রহিমা বেগম। শুক্রবার সকালে জীবিকার তাগিদে স্বামীর সঙ্গে রহিমা বেগম যান কলাগাও পাহাড়ী ছড়াতে কয়লা কুড়াতে। স্বামীকে পাহাড়ী ছড়াতে কয়লা কুড়াতে রেখে রহিমা বাড়ীতে চলে এসে নিজ বসত ঘরের মধ্যে গলায় উড়না পেচিয়ে ঝুলে থাকেন। রহিমার ছোট মেয়ে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা লাশ মাটিতে নামিয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুনামগঞ্জে মর্গে পাঠায়। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান- লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে।