দিরাই প্রতিনিধি : দিরাইয়ে বেপরোয়া বাস চাপায় সরুপা বেগম (৪৫) নামের এক নারী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার দুপুর ১২ টায় দিরাই পৌর শহরের সুজানগর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিরাই উপজেলার মাতার গাঁও গ্রামের মুসলিম উল্লাহ স্ত্রী সরুপা বেগম তাঁর আত্মীয় বাড়ী সুজানগর থেকে সিলেট যাওয়ার উদ্দেশ্যে বের হন। তিনি রাস্তার পাশে এলে সিলেট থেকে দিরাইয়ের উদ্দেশ্য ছেড়ে আসা একটি বাস ওই নারীকে ধাক্কা দিলে তিনি মাটি লুঠিয়ে পড়েন। আত্মীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে দিরাই সরকারি হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা তালুকদার তাকে মৃত ঘোষনা করেন।
দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেলেও বাসটিকে আটক করেছে এলাকাবাসী। দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তফা কামাল জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে, মামলা দায়ের প্রস্তুতি চলছে।
মন্তব্য