সুনামগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে পুলিশের বাধা

সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জের আলোচনা সভা, কেক কাটা ও র‌্যালির মধ্য দিয়ে বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (০১ সেপ্টম্বর) সকাল সাড়ে ১১টা শহরের পুরাতন বাস স্টেশনে এ কর্মসূচি পালিত হয়। কেক কাটা ও আলোচনা সভার পর শহরের পুররাতন বাসস্টেশন থেকে একটি র‌্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টের দিকে যেতে চাইলে খামার খাল এলাকায় পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি নেতা কর্মীরা। এ সময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহ-সভাপতি সেলিম আহমদ ভূট্টু, ওয়াকিফুর রহমান গিলমান, আব্দুল লতিফ জেপি, বিএনপি নেতা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। যদি বেগম খালেদা জিয়া মুক্তি দেয়া না হয়। তাহলে যে কোন মূল্যে তাকে মুক্ত করবে নেতা কর্মীরা। জিয়া পরিবার ও বিএনপিকে ধ্বংস করতে ‘অবৈধ’ স্বৈরাচারী সরকার ষড়যন্ত্র করছে।