ছাতকে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছাতক প্রতিনিধি :: ছাতকে পুকুরের পানিতে ডুবে সামাদ আলম (৯) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে। শনিবার উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের ছোট পলিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল সে। পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে সে একসময় বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়। দুপুরে শিশু সামাদের ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সামাদ আলম স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র। ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ পানিতে ডুবে শিশুটি মারা গেছে বলে নিশ্চিত করেছেন।