ছাতক প্রতিনিধি:ছাতকে শনিবার রাতে বিএনপির নেতা কর্মীদের বাড়িতে তল্লাশী অভিযান চালিয়েছে পুলিশ। রাতেই গ্রেপ্তার করা হয়েছে স্বেচ্ছাসেবক দল নেতা আক্তার হোসেন ও ছাত্রদল নেতা আব্দুল বাকী মুহিতকে। রোববার তাদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
শনিবার রাতে পৌর শহরের বাগবাড়ী এলাকায় সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাকী বিল্লাহ্, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুলের বাসায় তল্লাশী করেছে পুলিশ। দক্ষিণ বাগবাড়ী এলাকায় খায়ের উদ্দিন ও আবুল হোসেনের বাসাসহ বেশ ক’জন নেতা-কর্মীদের বাড়িতে পুলিশ তল্লাশী অভিযান চালিয়েছে।
দু’জনকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করে ওসি আতিকুর রহমান জানান, নাশকতা সৃষ্টির প্রস্তুতি নেয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ছাতক থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা (নং-০৩) দায়ের করেন।
এ মামলায় গ্রেপ্তারক দু’জনসহ বিএনপি নেতা জসিম উদ্দিন সালমান, ছাত্রদলের সাচ্ছা আবেদীন, স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন, মুনসুর আহমদ ও রুহেল মিয়াসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামী করা হয়েছে।
মন্তব্য