জগন্নাথপুরে যাত্রীবাহী লেগুনা খাদে, আহত ১৩

জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ১৩ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের খাশিলা নামক স্থানে। জানা গেছে, মঙ্গলবার ২টার দিকে জগন্নাথপুর থেকে ছয়হারার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী লেগুনা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাশিলা নামক স্থানে সড়কের পাশে থাকা খাদে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা ১৩ জন যাত্রী আহত হন। এর মধ্যে গুরুতর আহত মাহমুদ মিয়াকে (৪০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সিদুয়াখাই গ্রামের বাসিন্দা। অন্যান্য আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। লেগুনাটি খাদে পড়ে পানিতে তলিয়ে গেলে আহত যাত্রীদের স্থানীয় পথচারীরা উদ্ধার করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।