সুনামগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :সুনামগঞ্জে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলার সদর থানার কুতুবপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. কামাল হোসেন (২২) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার বসন্তপুর পূর্বপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে। র‍্যাব জানায়, কামাল দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।