উন্নয়ন পেতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে: আমু

তাহিরপুর প্রতিনিধি :: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘উন্নয়ন পেতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। একদিকে পদ্মা সেতু, অন্যদিকে পায়রা সমুদ্র বন্দর হলে এ দেশ হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় শিল্পাঞ্চল। তাই উন্নয়ন পেতে হলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।’ শনিবার বিকাল ৩টায় তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট শহীদ মিনার প্রাঙ্গনে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভার পূর্বে তিনি ট্যাকেরঘাট পরিত্যক্ত চুনাপাথর খনিজ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশে দুর্ভিক্ষ থাকে না। বিএনপি জোট সরকারের আমলে উত্তরাঞ্চলে প্রায়ই মঙ্গা দেখা দিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে উত্তরাঞ্চলে আর মঙ্গা থাকে না। মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। এ জন্যই দেশকে উন্নয়নসহ স্বাবলম্বী করতে বারবার শেখ হাসিনা সরকার দরকার।’ মন্ত্রী আরো বলেন, ‘সরকার বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন ভাতা দিয়ে যাচ্ছে। কেউ খাবে তো কেউ খাবে না, এ নীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না।’ ট্যাকেরঘাট চুনাপাথর খনিজ প্রকল্পটি পুনরায় চালু করার জন্য তিনি জনসভায় আশ্বাস প্রদান করেন। তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি অধ্যাপক আলী মর্তূজা, হাজী আলখাছ উদ্দিন খন্দকার, যুগ্ম সম্পাদক আলমগীর খোকন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক হাজি ইউনুছ আলী, যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, খালেক মাষ্টার, মিলন তালুকদার, উপজেলা উলামালীগ নেতা মাওলানা আব্দুল হান্নান, যুবলীগ নেতা ইকবাল হোসেন সেলিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ। সভার পূর্বে পবিত্র কোরআন থেকে তেলায়েত করেন, মাওলানা আবুল ফজল খানঁ। গীতা পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক স্বপন কুমার দাস।