ছাতক প্রতিনিধি :: ছাতকে মাছ শিকারে গিয়ে হঠাৎ অসুস্থ্য হয়ে সুদীপ মালাকার (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। সুদীপ উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় (মালিপাড়া) গ্রামের মৃত ফনী মালাকারের পুত্র ও সিরাজগঞ্জ বাজারের ব্যবসায়ি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুদীপ রাত ৯টার দিকে প্রতিবেশি অন্যান্যদের সাথে পাশ্ববর্তী সোনারতাল হাওরে মাছ শিকারে যায়।
রাত ১০টার দিকে মামদপুর গ্রাম সংলগ্ন সোনারতাল হাওরে হঠাৎ বুকে ব্যথা দেখা দিলে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুদীপকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য