নন্দিত সিলেট :: সুনামগঞ্জের সদর এলাকা থেকে বিদেশী মদসহ মো. আব্দুল হান্নান (৩৮) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এএসপি মো. আব্দুল খালেকের নেতৃত্বে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল সুনামগঞ্জ সদর থানাধীন ইসলামপুর পূর্বপাড়া থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৩ বোতল অফিসার্স চয়েস বিদেশী মদ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি- স্থানীয় ইসলামপুর পূর্বপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
এ ব্যাপারে র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান বলেন- আটক ব্যাক্তি দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
উদ্ধারকৃত মাদক দ্রব্য ও আটক ব্যক্তিকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য