ছাতক প্রতিনিধি: ছাতকে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে খায়ের হোসেন (১৮) নামে এক যুবক নিহত ও একই সময়ে নিহতের চাচা ইন্তাজ আলী (৩০) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গুয়ার হাওরে চাচা-ভাতিজা মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত কিশোর খায়ের হেসেন জাউয়াবাজার ইউনিয়নের বাদেশ্বরী গ্রামের পান ব্যবসায়ী খালেক মিয়ার পূত্র।
পরিবারের লোকজন জানান, শুক্রবার ভোরে নৌকা নিয়ে বাড়ীর পাশ্ববর্তী গুয়ার হাওরে মাছ শিকার করতে যায় চাচা ইন্দাজ আলী ও ভাতিজা খায়ের হোসেন। এ সময় হঠাৎ করেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই খায়ের হোসেন মারা। সেই সাথে চাচা ইন্দাজ আলী গুরুতর আহত হলে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি করেন।
মন্তব্য