নন্দিত সিলেট : সুনামগঞ্জ সদর থানা এলাকা থেকে ইয়াবাসহ মো. শের আলী (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার মধ্যরাতে কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদর থানাধীন মল্লিকপুর নতুন বাস স্টেশন থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৮০৫ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব।
আটক ব্যাক্তি বিশ্বম্ভরপুর উপজেলার ভাদের টেক গ্রামের মো. আহাদ মিয়ার ছেলে।
এ ব্যপারে র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান বলেন- আটক ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে সে এ পেশার সাথে জড়িত। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ও তাকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য