তাহিরপুরে তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বাবুল মিয়া নামের এক ইয়াবা ব্যবসায়ীকে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় পুলিশ তাকে নিজ বাড়িতে ইয়াবা বিক্রয়কালে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করে। বাবুল উপজেলার বড়দল (উওর) ইউনিয়নের পুরানঘাট গ্রামের মৃত আবদুল বারিকের ছেলে। পুলিশ জানায়, থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে বাবুলকে বিপুল পরিমাণ ইয়াবাসহ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমির উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, বাবুল ইতিপূর্বে একটি মাদকের মামলায় আদালত কর্তৃক ৬ মাসের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামি। কিন্তু মঙ্গলবার বাড়িতে বসে ফের সে ইয়াবা বিক্রয়কালে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ তাকে গ্রেপ্তার করে।