নন্দিত সিলেট :: সুনামগঞ্জের সদর থানা এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টা ৫৫ মিনিটে সদর থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. এন এম এই সোহেল চৌধুরী (৩৬) সিলেটের ফাজিল চিশত এলাকার হাজী নুরুল ইসলাম চৌধুরীর ছেলে।
র্যাব জানায়, সোহেল গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে সিলেট বিভাগে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য