ছাতক প্রতিনিধি :: ছাতকে সুরমা নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়েছে আব্দুল কাদির (১৭) নামের এক নৌকা শ্রমিক।
শনিবার উপজেলার নোয়ারাই গ্রাম সংলগ্ন চৌধুরী পাড়া ঘাটে পানিতে পড়ে সে নিখোঁজ হয়।
আব্দুল কাদির দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের মঙ্গল মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুরমা নদীর শিববাড়ী ঘাট থেকে নোয়ারাই চৌধুরী পাড়া ঘাট পর্যন্ত খেয়া নৌকায় মাঝির কাজ করতো আব্দুল কাদির। দুপুরে নদী পারাপারের সময় নোয়ারাই চৌধুরী পাড়া ঘাট সংলগ্ন এলাকায় নৌকা থেকে পানিতে পড়ে সে নিখোঁজ হয়।
তার সহকর্মীসহ এলাকার লোকজন তল্লাশি করে তার কোন খোঁজ পায়নি।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মন্তব্য