সুরমা নদীতে নিখোঁজ নৌকা শ্রমিকের লাশ উদ্ধার

ছাতক প্রতিনিধি : ছাতকে সুরমা নদীতে পড়ে নিখোঁজ নৌকা শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে নোয়ারাই গ্রাম সংলগ্ন সুরমা নদী থেকে নিখোঁজ আব্দুল কাদিরের লাশ উদ্ধার করা হয়। আব্দুল কাদির দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের মঙ্গল মিয়ার পুত্র। গত শনিবার দুপুরে সুরমা নদীর নোয়ারাই চৌধুরী পাড়া ঘাটে খেয়া নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় নৌকার মাঝি আব্দুল কাদির। ঘটনার একদিন পর সুরমা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করে পুলিশ