সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে আলোচিত ইয়াকুব আলী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাদল মিয়া জেলার মধ্যনগর থানার তেলিপাড়া গ্রামের পাখি মিয়ার ছেলে এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিক মিয়া সুনামগঞ্জ শহরের নতুন হাসননগর এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, রাতের আধারে অনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় ২০১৬ সালের ১০ জানুয়ারি রাতে বাদল মিয়া, শফিকসহসহ কয়েকজন ইয়াকুব আলীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরে আত্মীয়-স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঐ দিন রাতেই সুনামগঞ্জ সদর মডেল থানায় নিহতের বড় ভাই হযরত আলী বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন শোনানি শেষে বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুনের আদালত হত্যাকাণ্ডের ঘটনায় আসামী বাদল মিয়ার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদানের আদেশ প্রদান করেন। পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশও প্রদান করেন আদালত।
একই ঘটনায় ঘাতকের সহযোগি শফিক মিয়ার অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদানসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত।
অন্যদিকে এই মামলার ওপর আসামি জাকির হোসেনকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।
পাবলিক প্রসিকিউটর অ্যাড. খায়রুল কবির রুমেন বলেন, দণ্ডপ্রাপ্ত দুইজন কারাগারে আটক আছেন এবং রায়ে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।
মন্তব্য