ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন রেস্টুরেন্ট ও ফামের্সীসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার জাউয়া বাজারে বাজার মূল্য তদারকি ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণে এ অভিযান পরিচালনা করা হয়।
সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের সহকারি পরিচালক নুর হোসেন’র নেতৃত্বে ও সুনামগঞ্জ র্যাব-০৯ এর এএসপি আব্দুল খালেক ও ডিএডি নাসিম রেজাসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ টি প্রতিষ্ঠানকে পঁচা, বাসি ও নোংরা খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদের মধ্যে জাউয়া বাজার ইসলাম রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা, তিন ভাই রেষ্টুরেন্টকে ৪ হাজার টাকা, মসান্না রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকা, তাওহিদা রেষ্টুরেন্টকে ৪ হাজার টাকা, হাবিব বেকারীকে ২ হাজার টাকা ও রাজা ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে অভিযানের খবর পেয়ে বেশ কয়েকটি মিষ্টির দোকানী ও ফল ব্যবসায়ীরা জরিমানার অর্থ এড়াতে দোকান বন্ধ করে পালিয়ে যায়।
মন্তব্য