সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের হাসন নগর এলাকায় গোপন বৈঠকের সময় ১৭ জন শিবির নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সিলেট মহানগর ছাত্র শিবিরের সভাপতি নজরুল ইসলাম (৩০), সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি মো. হাবীবুর রহমান জুনায়েদ (২৮), জেলা শাখার সদস্য আবু তাহের (২৮), আলীফনুর (২০), ইয়াকুব আলী (২০), রুহুল আমিন (২২), বিলাল হোসেন (১৯), আবু ত্বোহা (১৮), নজির হোসেন (২১), ফাহিম আহমদ (২০), গিয়াস মিয়া (২৩), আশিক বিল্লাহ (২৩), শরিফ মিয়া (২২), ইমন আহমেদ (২০), তাজুল ইসলাম (১৮), আবুল হোসেন (২৫) ও মাহফুজুর রহমান (১৮)।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসন নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মন্তব্য