জামালগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আব্দুল আজিজ (৮৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ সেপ্টেম্বর) রাতে পুলিশ তার লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারের পর গতকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- বুধবার দুপুরে আব্দুল আজিজ সবার অজান্তে তার নিজ শয়ন কক্ষে যায়। তার পরিবারের লোকজন দুপুরের খাবার খেতে দেওয়ার জন্য দীর্ঘ সময় খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে তার নিজ শয়ন কক্ষে তীরের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন থানা পুলিশকে খবর দেয়। পরে রাতে ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম জানান- ঘটনার খবর পেয়ে বুধবার রাতে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বুধবার রাতেই থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।