সুনামগঞ্জ প্রতিনিধি ::সুনামগঞ্জের মন্দির থেকে চুরি যাওয়া ২০০ বছরের পুরনো তিন মূর্তিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমার লাউওয়াই ও সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন মিয়া দক্ষিণ সুনামগঞ্জের হাসনাবাজ গ্রামের আলী নূরের ছেলে ও শাল্লা উপজেলার সহদেবপুর গ্রামের বেদন আলীর ছেলে জুয়েল মিয়া।
এ তথ্য নিশ্চিত করে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন তিনি জানান, গত ১৮ সেপ্টেম্বর রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মানিকপুর গ্রামের বাসিন্দা যোগেশ ব্যানার্জীর বাড়ির মন্দির থেকে ২০০ বছরের কাঁসা ও পিতলের তৈরি রাধামাধব, কালী ও দুর্গা মূর্তিসহ চারটি মূল্যবান মূর্তি এবং পূজার পুরনো মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শুক্রবার একদল পুলিশ অভিযান চালিয়ে সিলেটের দক্ষিণ সুরমার লাউওয়াই ও সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে তিনটি মূর্তিসহ কাঁসার বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
তবে এখনো চুরি যাওয়া আরও একটি দুর্গা মূর্তি পুলিশ উদ্ধার করতে পারেনি।
মন্তব্য