সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ দিরাই সড়কের দক্ষিণ সুনাগঞ্জ উপজেলার পাথারিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গাড়ী চালকসহ ৪ যাত্রী আহত হয়েছেন।
এঘটনায় গাড়ী চালককে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে অন্যান্য আহতদের সাথে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। তবে তাৎক্ষণিক অন্যান্য আহতদের নাম জানা যায় নি।
শনিবার দুপুর দেড়টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লাইটেস (সিলেট-ছ-১১-১২২৮) দ্রুত গতিতে দিরাই উপজেলার শরীফপুর গ্রামে একটি ওলিমা অনুষ্ঠানে যাওয়ার পথে পাথারিয়া বাজার এলাকা অতিক্রম করার সময় লাইটেসের সামনের চাকা ফেটে যায়। এতে গাড়ী চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে গাড়ীর সামনের অংশ দুমড়েমুছড়ে গিয়ে গাড়ী চালককে চাপা দেয়। এতে গাড়ী চালাক মারাত্মক আহত হন।
পাথারিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব জানান, দূর্ঘটনার পরপরই আহতদেরকে স্থানীয় লোকজনদের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য