সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুনীল পাল নামের ৬০ বছরের এক বৃদ্ধকে ঘুষি দিতে দিতে মেরে ফেলেছে আব্দুর রউফ নামের এক বখাটে যুবক।
শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে শহরতলির বেতগঞ্জ বাজারে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় খুনি আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে। নিহত সুনীল পালের বাড়ি মোল্লাপাড়া ইউনিয়নের আখিলপুর গ্রামে। বখাটে আব্দুর রউফ প্রায়ই পথচারীদের সাথে ঝগড়া করে বলে অভিযোগ স্থানীয়দের।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ সুনীল পাল শনিবার বিকালে বেতগঞ্জ বাজার থেকে একটি কুমড়া হাতে করে নিয়ে বাড়ি ফিরছিলেন। বাজারের পাশের হাবিব উল্লার ছেলে আব্দুর রউফ সুনীল পালের হাতের কুমড়টি তাকে দিয়ে দেবার জন্য চাপাচাপি করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুর রউফ বৃদ্ধ সুনীল পালকে পরপর কয়েকটি ঘুষি মারে। ঘুষির আঘাতে ঘটনাস্থলেই মারা যান সুনীল পাল।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার বরকতুল্লাহ্ খান ও সদর থানার ওসি শহীদুল্লাহ্।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল্লাহ্ বলেন, ‘এ ঘটনায় আব্দুর রউফকে আসামী করে নিহতের ছেলে সুদীপ পাল বাদী হয়ে খুনের মামলা দায়ের করেছেন। পুলিশ সন্ধ্যায় খুনের ঘটনার সাথে জড়িত আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে।
মন্তব্য