ছাতকে বজ্রপাতে নিহত ১

ছাতক প্রতিনিধি : ছাতকে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আশ্রব আলী (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরো একজন। শনিবার (২৯ সেপ্টেম্বর) বাড়ির পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে গেলে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত আশ্রব আলী নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র। শনিবার সকালে একই গ্রামের আছকির আলীর পুত্র দুদু মিয়া (২৮) কে সাথে নিয়ে গ্রামের পার্শ্ববর্তী বাতিরকান্দি হাওরে মাছ ধরতে যায় আশ্রব আলী। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয় আশ্রব আলী ও গুরুতর আহত হয় দুদু মিয়া। আহত দুদু মিয়াকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেন একই গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা শুকুর আলী।