সিলেটে দুই সেঞ্চুরিতে ২৮০ রানে থামালো শ্রীলঙ্কা

সিলেট টেস্টে প্রথম আর শেষের সেশন ছিল বাংলাদেশের। এ দুই সেশনে পাঁচ-পাঁচ করে দশ উইকেট নিয়ে লঙ্কানদের ২৮০ রানে অলআউট করেছে বাংলাদেশ।ধনঞ্জয়া আর কামিন্দুর ব্যাটে দ্বিতীয় সেশনে চলে লঙ্কান আধিপত্য। তৃতীয় সেশনে আবার বাংলাদেশ ম্যাচে ফেরে। ২১ রানের মধ্যে শেষ পাঁচ উইকেট তুলে নিয়ে লঙ্কানদের ২৮০ রানে আটকে দেয় স্বাগতিকরা।সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শুরুতেই পেসার খালেদ আহমেদের আগুনে বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখে সফরকারীরা। ৫৭ রান স্কোরবোর্ডে তুলতেই অর্ধেক ব্যাটিং শেষ হয়ে যায় শ্রীলঙ্কার।ধ্বংসস্তূপ থেকে লঙ্কানদের টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা, তাকে সঙ্গ দেন কামিন্দু মেন্ডিস। তাদের দুজনের অবিশ্বাস্য দৃঢ়তায় শুরুর ধাক্কা তো কাটিয়ে ওঠেই শ্রীলঙ্কা, উল্টো চোখ রাখে বড় স্কোরে। বাংলাদেশের বোলারদের উপর দাপট দেখিয়ে দুজনই তুলে নেন সেঞ্চুরি।তবে সেঞ্চুরি ছুঁয়ে সমান ১০২ রানেই সাজঘরের পথ ধরেন দু’জন। প্রথম দুই সেশনে খরুচে বোলিং করলেও শেষ সেশনে রুদ্ররূপে আবির্ভূত হন অভিষিক্ত নাহিদ রানা। গতিতে পরাস্ত করেন দুই সেঞ্চুরিয়ান কামিন্দু এবং ধনঞ্জয়াকে। ভাঙেন তাদের ২০২ রানের জুটি।