ইনিংস ব্যবধানে জিতলো ভারত

হার দিয়ে শুরু করা ভারত এরপর জিতলো টানা ৪ ম্যাচ। আর জয়ে শুরু করা ইংল্যান্ড হারলো টানা ম্যাচ। সর্বশেষ আজ ধর্মশালায় পঞ্চম ও শেষ টেস্টে ইনিংস ও ৬৪ রানে জেতে ভারত।

প্রথম ইনিংসে ২১৮ রান করা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৯৫ রানেই অলআউট হয়। আর এক ইনিংস ব্যাটিং ভারত করে ৪৭৭ রান। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে পাঁচটিসহ ম্যাচে ১২৮ রানে ৯ উইকেট নেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। শততম টেস্টে কোনো ক্রিকেটারের সেরা বোলিং এটিই।