তাহিরপুরে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

তাহিরপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুরে ৬ষ্ট শ্রেনীর এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের নালের বন্ধ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ছাত্রের নাম জিয়াউল হক (১২)। সে উপজেলার দক্ষিন বড়দল ইউনিয়নের নালের বন্ধ গ্রামের তাজুল ইসলামের ছেলে এবং কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভালো করে লেখাপড়া করা জন্য সোমবার সন্ধ্যায় জিয়াউল হককে শাসন করে তার পিতা-মাতা। এর জের ধরে সে অভিমান করে টেবিলের উপর বই খাতা রেখে ঘর থেকে বের হয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে তার বাড়ীর সামনে গরুর গোয়াল ঘরে জিয়াউলের ঝুলন্ত লাশ দেখতে পরিবারের লোকজন। পরে বিষয়টি থানায় অবগত করলে মঙ্গলবার সকালে পুলিশ নিহতর লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। তাহিরপুর থানার ওসি তদন্ত আসাদুজ্জামান হাওলাদার বলেন, নিহত শিশুর লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি।