তাহিরপুরে বিদেশী মদসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের তাহিরপুর থেকে বিদেশী মদসহ মো. শাহীন মিয়া (২২) নামের ১ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (০৮ নভেম্বর) দিবাগত রাত রাত পৌনে ১ টায় কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে র‍্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাহিরপুর উপজেলার দক্ষিণ মোকসেদপুর থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৭৪ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ অফিসার্স চয়েস মদ উদ্ধার করা হয়। আটক ব্যাক্তি স্থানিয় উত্তর মোকসেদপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যাক্তিকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান।