সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির দুই সমর্থকের কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৯ নভেম্বর) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউরা বাজারে মাছ কেনার সময় আওয়ামী লীগ ও বিএনপির দুই সমর্থকের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুই সমর্থকের নেতা সাবেক চেয়ারম্যান ও দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক মো.শামছুল হক নমু মিয়ার সাথে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আব্দুল হান্নান ভূইয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে বলে জানা যায়।
পরে খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তাৎক্ষনিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায় নি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রজ্ঞন দাস বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য