ধর্মপাশায় ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

ধর্মপাশাপ্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলা নির্বাহি কর্মকর্তার হস্থক্ষেপে আজ শনিবার সন্ধ্যায় বাল্যবিবাহ থেকে রক্ষাপেল এক স্কুলছাত্রী । জানা যায়, দশম শ্রেনী পড়ুয়া( ১৬) ছাত্রীর সঙ্গে পাশের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের যুবকের (২৬)সাথে আজ শনিবার বিয়ের দিন ধার্য্য হয়।ওই দিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও মোহাম্মাদ ওবায়দুর রহমান মেয়ের বাড়িতে যান এবং বাল্যবিবাহ বন্ধ করেন। তখন কনে পক্ষ বরপক্ষ আসার অপেক্ষায় ছিল।মেয়ের বয়স ১৮ বছর পূর্ন না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবেনা মর্মে মেয়ের বাবা মুচলেকা দিয়েছেন।বিষয়টি বরপক্ষকে জানিয়ে দেয়া হয়েছে। ধর্মপাশা উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বাল্যবিবাহ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।