দিরাইয়ে যুবক খুন

দিরাই প্রতিনিধি:: সুনামগঞ্জের দিরাই পৌরসভার ভরাগাঁও এলাকায় মারুফ মিয়া (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাত ৯টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভরাগাঁও গ্রামের জনির সঙ্গে মারুফ মিয়ার কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে জনি ইটের টুকরো দিয়ে মারুফকে আঘাত করলে সে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, অভিযুক্ত জনি পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।