ধর্মপাশায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জরিমানা আদায় 

ধর্মপাশা প্রতিনিধি :ধর্মপাশা সদরের পূর্ব বাজারে রাস্তার দুপাশের জায়গা দখল করে অবৈধভাবে বসানো ৬টি দোকানের মালিককে ১২হাজার৫০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার বিকালে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওবায়দুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
করেন।উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন ধর্মপাশা সদরের পূর্ববাজারে রাস্তার দুপাশের জায়গা দখল করে অবৈধ ভাবেদোকান বসিয়ে জনচলাচলে বিঘ্ন সৃষ্টি করায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬টি দোকানের মালিককে ১২হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।