সুনামগঞ্জে লেগুনা-পিকআপ সংঘর্ষে আহত ১০

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার জানীগাও এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কে গ্যাস সিলিন্ডারবাহী পিকআপ ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংর্ঘষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়- সুনামগঞ্জ থেকে দিরাইগামী একটি লেগুনার সঙ্গে সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি পিকআপ এর মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় লেগুনাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। ওসি মো. সহিদুল্লাহ বলেন, গাড়ি দু’টির অতিরিক্ত গতির কারণে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় আধ ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করে। আহতরা সবাই লেগুনার যাত্রী। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।