সুনামগঞ্জে যারা পেলেন বিএনপির মনোনয়ন

নন্দিত সিলেট :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিজেদের দলীয় প্রার্থীকে মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো প্রার্থীদের মনোনয়নের চিঠি দিচ্ছে দলটি। সুনামগঞ্জে রয়েছে ৫টি সংসদীয় আসন।তন্মধ্যে তিনটি আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়নের চিঠি দিয়েছে। সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল ও আনিসুল হক, সুনামগঞ্জ-২ আসনে অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী ও নাসির চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে দেওয়ান জয়নুল জাকেরিন বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন। কৌশলগত কারণে বিএনপি বিভিন্ন আসনে একাধিক প্রার্থীকে চিঠি দিচ্ছে বলে দলটির নেতারা জানিয়েছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিএনপি তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।