নন্দিত ডেস্ক :: সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী মোয়াজ্জোম হোসেন রতনের মনোনয়ন জমা দেয়ার সময় ওসির ভূমিকা নিয়ে তোলপাড় শুরু হয়েছে সুনামগঞ্জে। বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট সুনামগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন মনোনয়নপত্র জমাদানকালে দলীয় নেতাকর্মীদের সাথে ফটোসেশনে অংশ নেন জামালগঞ্জ থানার ওসি মো. আবুল হাসেম। তার এমন আচরণে সমালোচনার ঝড় উঠেছে সুনামগঞ্জে।
এ বিষয়ে ওসি আবুল হাসেম জানান, তিন সেখানে ছিলেন, তারা এমন ভাবে ডেকেছে আমি আর এতকিছু খেয়াল করিনি। এখন মনে হচ্ছে এভাবে ছবি তোলা ঠিক হয়নি।
বিষয়টি নজরে আনতেই সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান জানান, বিষয়টি খতিয়ে দেখবেন তিনি।
মন্তব্য