ছাতকে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

নন্দিত সিলেট :: সুনামগঞ্জের ছাতক থেকে ভারতীয় মদসহ ১ জনকে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মো. সুরুজ্জামান ওরফে বাবুল (৬৪)। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মধ্যগণেশপুর এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে। রবিবার র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, র‌্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মো. আব্দুল খালেক এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। শনিবার রাত সাড়ে ৯টায় অভিযানে সুনামগঞ্জ জেলার ছাতক থানার সিলেট পাল্প এন্ড পেপার মিল কেন্দ্রীয় জামে মসজিদ পাশ থেকে ৬২ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ অফিসার্স চয়েস মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃৃত আসামীকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।