ছাতকে নৌকা চুরির অভিযোগে সহোদর গ্রেফতার

ছাতক প্রতিনিধি :: ছাতকে নৌকা চুরির অভিযোগে দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা হল উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরিপুর গ্রামের আকবর আলীর পুত্র আলী হোসেন ও দিলোয়ার হোসেন। ছাতক থানার এসআই মহিউদ্দিন তাদের গ্রেফতার করেন। রবিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়।