তাহিরপুরে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তর নাম প্রমত পাল। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাও গ্রামের উৎপল পালের ছেলে। মঙ্গলবার রাতে ভিকটিমের পিতা তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিত্বে বুধবার দুপুরে বিষয়টি তদন্ত করেন তাহিরপুর থানার এসআই মহিত। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তেলীগাও গ্রামের এক কিশোরী গত বৃহস্পতিবার সন্ধার দিকে প্রতিবেশির বাড়িতে যাওয়ার পথে একই গ্রামের কিশোর প্রমত পাল মুখে ওরনা পেছিয়ে জোর পূর্বক পার্শ্ববর্তী বাড়ির পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে কিশোরীকে ফেলে প্রমত দ্রুত পালিয়ে যায়। ভিকটিমের পিতা বলেন, বেশ কয়েকদিন ধরেই এই বখাটে ছেলেটি তার মেয়েকে উত্যক্ত করছিলো। তিনি এই অপরাধের বিচার চেয়েছেন। এ বিষয়ে অভিযুক্তর পিতা উৎপাল পাল বলেন, গ্রামের কোন্দলকে কেন্দ্র করে একটি পক্ষ্য তার ছেলে কে ফাসানোর চেষ্টা করছে। তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর বলেন, ভিকটিমের পিতা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।