দিরাইয়ে অগ্নিকাণ্ডে ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

দিরাই প্রতিনিধি :দিরাইয়ে একটি মেশিনারি স্টোরে আগুন লেগে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দিরাই কলেজ রোডস্থ আতাউর মেশিনারি স্টোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এমরান সরদার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছি। এলাকাবাসী আন্তরিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।