কলিম উদ্দিন মিলন আইসিইউ’তে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক ও সুনামগঞ্জ জেলা সভাপতি সম্পাদক কলিম উদ্দিন মিলন অসুস্থ অবস্থায় নগরের আল-হারমাইন হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত হাসপাতালের আইসিইউ’তে (ইনটেনসিভ কেয়ার ইউনিটে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তি করেন। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। বিষয়টি  নিশ্চিত করে কলিম উদ্দিন মিলনের এক ঘনিষ্ঠজন  বলেন, হঠাৎ করেই অসুস্থতা অনুভব করলে চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য আল হারমাইন হাসপাতালে নিয়ে আসা হয় । এরপর চিকিৎসক  দেখার পর তাকে হাসপাতালের আইসিইউ’তে স্থানান্তর করেন।