সুনামগঞ্জে গানে গানে মঞ্চ মাতালেন জুনাইদ ইভান

নন্দিত ডেস্ক : দেশের জনপ্রিয় ব্যান্ডদল অ্যাশেজ এর পরিবেশনা দেখতে বিভিন্ন অঞ্চল থেকে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জড়ো হয়েছিলেন সংস্কৃতিমনা নানা বয়সের মানুষ। বুধবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় ভোকালিস্ট জুনাইদ ইভানের কন্ঠে সুপরিচিত গানগুলোর কথা যখন উচ্চারিত হচ্ছিল তখন শ্রোতারাও চিৎকার করে কন্ঠ মিলিয়েছেন প্রিয় ব্যান্ডের ইভানের সাথে। যেখানে আবেগ আর ভালোবাসায় প্রিয় শিল্পী জুনায়েদ ইভান মন্ত্রমুগ্ধতা ছড়িয়েছেন সুরে সুরে। সুনামগঞ্জ ফ্রেন্ডস টার্গেট ব্যান্ডের ৮ম বর্ষপুর্তিতে অ্যাশেজ এর পরিবেশনায় হাসন রাজা মিলনায়তনে সৃষ্টি করে অন্যরকম এক আবহ। এর আগে সন্ধ্যায় ছিলো ফ্রেন্ডস টার্গেট ব্যান্ড দলের শিল্পীদের পরিবেশনা। সৃজন মোহাম্মদ ও পৃথা দেব যৌথভাবে এই আয়োজন সঞ্চালনা করেন। এ সময় ইউএম নাবিল রহমানসহ ফ্রেন্ডস টার্গেটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।