নন্দিত ডেস্ক: সুনামগঞ্জ-২ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেছেন- বিগত দশ বছরে ছাতক-দোয়ারাবাজার এলাকায় কোন ধরনের উন্নয়ন হয়নি। জনগণের আশা আকাঙ্ক্ষার কোন কিছুই বাস্তবায়ন হয়নি। অবৈধ জনপ্রতিনিধি দিয়ে এলাকার উন্নয়ন সম্ভব নয় তা মুহিবুর রহমান মানিক প্রমাণ করেছেন। এ এলাকার যা উন্নয়ন হয়েছে তা হয়েছে বিএনপির সাবেক জনপ্রতিনিধি কলিম উদ্দিন মিলনের আমলে।
তিনি ছাতক-দোয়ারাবাজারের উন্নয়নের জন্য জনগণকে আবারো ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে দোয়ারাবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে এক জনসভায় এসব কথা বলেন।
জনসভায় আরো বক্তব্য রাখেন- দোয়ারাবাজার উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা স্বেচ্চাসেবক দলের সভাপতি এরশাদুর রহমান মেম্বারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এর নেতৃবৃন্দ।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘ছাতক দোয়ারাবাজার এলাকায় আমাদের নেতা কর্মীদের মধ্যে ভেদাভেদ, কোন্দল, মনমালিন্য নেই। আমরা ঐক্যবদ্ধ্য। আগামী ৩০ তারিখের নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করে নেত্রীকে মুক্ত করতে হবে।’
এর আগে সকালে দোয়ারাবাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে দোয়ারাবাজার উপজেলা বিএনপির শামসুল হক নমুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টারের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন- মিজানুর রহমান চৌধুরী।
এসময় সভায় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপি নেতা শাহজাহান মাস্টার চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল মিয়া, খুরশেদ আলম, এখলাছুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য দোয়ারা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, মান্নারগাও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, হারুনুর রশিদ, এইচ এম কামাল, জাকির হোসেন, আব্দুল হক, মনিরুল ইসলাম বাপন, আফিকুল ইসলাম, তাইবুর রহমান প্রমুখ।
মন্তব্য