দোয়ারায় দু’শতাধিক বিএনপি নেতাকর্মীর আ.লীগে যোগদান

নন্দিত ডেস্ক : দোয়ারাবাজার সদর ও নরসিংপুর ইউনিয়নের দুই শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পর দোয়ারাবাজার সদর আখড়া মার্কেটের মাঠে সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সৈয়দ মেম্বার ও ইউনিয়ন যুবদল সভাপতি মাসুক মিয়ার নেতৃত্বে তারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিকের হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেন। এসময় আওয়ামী লীগে যোগ দেয়া সৈয়দ মেম্বার বলেন- ‘আওয়ামী লীগ ৩০ তারিখের নির্বাচনে আবার ক্ষমতায় আসবে। সন্ত্রাস ও লুটপাটকারীদের দলে আর থাকতে চাই না। উন্নয়নের ধারাকে স্বাগত জানিয়ে আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি।’ এদিকে মুহিবুর রহমান মানিক শনিবার দিনব্যাপী নরসিংপুর ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন। এসময় মানিক বলেন- উন্নয়নের প্রতীক নৌকা, জনগণের প্রতীক নৌকা, নৌকাই পারে আগামী সুন্দর বাংলাদেশ গড়তে। যতবার নৌকার জয় হয়েছে দেশের মানুষের উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট চান তিনি। নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা একে এম আছকির মিয়া, আবজাল হোসেনন, ছাতক পৌরসভার সাবেক কমিশনার ইরাজ মিয়া, আওয়া মীগ নেতা আব্দুল আওয়াল ধলিক, এডভোকেট জুলহাস, এডভোকেট মো. আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, মিলন খান, মানিক লাল দে, গুরুদাস দে প্রমুখ