জগন্নাথপুরে ধানের শীষ প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জ -৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী মাওলানা শাহীনুর পাশার জগন্নাথপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুরের বাড়ি থেকে থানা পুলিশ গ্রেফতার করেছে। এর পূর্বে শনিবার পাটলী ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক রাসেল বক্স কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। উপজেলা বিএনপি সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার ও যুব দল নেতা রাসেল বক্স গ্রেফতারে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মধ্যে গ্রেফতার আতংক বিরাজ করছে। গ্রেফতারকৃত উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টারকে রোববার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে নেতৃবৃন্দের গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়েছেন এ আসনের ধানের শীষের প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী তিনি বলেন, ধানের শীষের গণ জোয়ার দেখে নিশ্চিত বিজয় জেনে এই অবৈধ সরকারের নির্দেশে আমাদের নেতা কর্মীদের গ্রেফতার করে দলীয় নেতা কর্মী ও ভোটারদের মধ্যে আতংক সৃষ্টি করছে। এর ফল শুভ হবে না। তিনি অবিলম্বে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার ও যুবদল নেতা রাসেল বক্সের মুক্তি দাবি করেন। এব্যাপারে জগন্নাথপুর থানা ভারপাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী বলেন, পূর্বের নাশকতার মামলায় উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার ও যুব দল নেতা রাসেল বক্সকে গ্রেফতার করা হয়েছে।