যুবকরা ঐক্যবদ্ধ হলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না: জয়া

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জ-২ (দিরাই শাল্লা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. জয়া সেনগুপ্তা বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে আবারো জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে ও নৌকার বিজয় নিশ্চিত করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। সবাই ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। নৌকার জয় মানে সবার জয়। মনের ক্ষোভ, দুঃখ ও অভিমান ভুলে নৌকার জন্যে কাজ করতে হবে। সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে দিরাই উপজেলা রোডস্থ আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে উপজেলা যুবলীগ আয়োজিত ৪৭তম মহান বিজয় দিবস উপলক্ষে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মায়েরা ভাতা পায়, নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন ও অগ্রগতি হয়, তা শেখ হাসিনা বাংলার মানুষকে দেখিয়েছেন। তাই নৌকার বিজয়ের বিকল্প কিছু নেই। যৌবন যার যুদ্ধে যাবার সময় তার উল্লেখ করে জয়া সেনগুপ্ত বলেন, যুবকরা ঐক্যবদ্ধ হলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে। উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়ের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজদ্দৌলা তালুকদার, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ইয়ামিন আজমান চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার অনুকূল চন্দ্র তালুকদার ডাল্টন, সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র নুরুল ইসলাম বজলু, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি, দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, মিডল্যান্ড যুবলীগ সভাপতি জুবের আলম খুরশেদ। আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা লালন মিয়া, সহিদুল ইসলাম টিটু, মোহন চৌধুরী, কামরুজ্জামান, রায়হান মিয়া, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার আহমদ, কুলঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি টিটু চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।