সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা থেকে তিন শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (১৯ ডিসেম্বর) ভোরে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতেয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রশিবির সভাপতি আতিকুর রহমান রুয়েদ (২৫), উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের জায়ামাত সেক্রেটারি সোহেল আহমদ শিশু (৩৫) ও একই গ্রামের শিবির কর্মী শাহিনূর রহমান (২৩)।
ওসি জানান- গোপন সংবাদের ভিক্তিতে বুধবার ভোরে তাদের বীরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় নাশতকার মামলা ছিল।
মন্তব্য